বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাউখালীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ 

কাউখালীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে সাইফুলের বিরুদ্ধে (৪০)। শিশুটি কাউখালী রোঙ্গাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ম শ্রেণির ছাত্রী। শিশুটি কাউখালীর গোপালপুর গ্রামে নানা বাড়ি থেকে লেখাপড়া করে। 

জানাগেছে গত বৃসস্পতিবার উপজেলার গোপালপুর গ্রামের কালীদাস হালদারের বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এ সময় একই বাড়ির অভিযুক্ত সাইফুল ইসলাম তাকে খাবারের লোভ দেখিয়ে পাশেই একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায় এবং শিশুটির জামা কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। 

এসময় শিশুটি ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে সাইফুল পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. নজরুল ইসলাম পিরোজপুর সদর হাসপাতালে পরীক্ষা নিরিক্ষার জন্য প্রেরন করেন। 

কাউখালী থানার এসআই মশিউর রহমান জানান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ